আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবি-সত্যেরসংবাদ।
রফিকুল ইসলাম জিল্লুঃ
ঢাকার সাভারের আশুলিয়া আউকপাড়া এলাকায় অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে এলাকার চিন্হিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী।
আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবিঃ সত্যেরসংবাদ।।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর হামলায় ভুক্তভোগি পরিবারের ৩ জন আহত হয়েছেন।
হামলার সময় যারা আহতকৃতরা হলেন, মোঃ আবু বক্কর, মোঃ লাল মিয়া ও নিপুন। এসময় স্থানীরা আহতদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে চিকিৎসা নিয়েছেন।
মোঃ মাসুদ হোসেন ও মোঃ লাল মিয়া ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, ক্রয় সুত্রে ৪০ শতাংশ জমি কিনে মালিক তারা। গত ৯ বছর ধরে ভোগ দখল করে আসছিলাম জমিটিতে ।
দীর্ঘদিন ধরে একই এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও সন্ত্রাসী গ্রুপের মোতুর্জা সরকার, বাছেদ, বিশা, মিঠু, জুয়েলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে তারা মালিকানা দাবি করে জোরপুর্বক দখলের পায়তারা করে আসছে । জমিটির বিরোধপূর্ন নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা বিচারদিন রয়েছে বলে জানান।
সাংবাদিকদের নিকট তারা অভিযোগ করে আরো বলেন, ৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার দুপুরে হাঠাৎ করে ভুমিদস্যু মোতুর্জা ও বাছেদ গংদের নেতৃত্বে বড় একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠি-সোঁটা, রামদা-চাপাতি নিয়ে জমিটি দখলে নিতে তাদের বাড়ি-ঘরে হামলা চালালে বাড়ি-ঘড় ও অটো ইজিবাইক গ্যারেজ ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলার সময় ইজিবাইকের ২০টি চার্জার ও ২০টি ছাগল ও নগদ টাকাসহ ব্যাপক লুটপাট করে
ক্ষয়-ক্ষতি সাধন করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা মানুষের মনের মধ্যো চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় জোরপুর্বক জমি দখলের খবর পেয়ে
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজগর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যু ও সন্ত্রাসী মোঃ মোতুর্জা ও মোঃ বাছেদসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply