সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২০ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
– ভিডিও ।
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা ১ম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। জানিয়ে মঙ্গলবার সকালে রেডিওকলোনি মডেল স্কুল ও বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা জানান ২০২০ সনের এবারের এই পরীক্ষায় পরীক্ষার্থী প্রায় শতভাগ উপস্থিত রয়েছে।
রেডিওকলোনি মডেল স্কুল কেন্দ্রে ৮৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্যে ৪ জন অনুপস্থিত রয়েছে। কেন্দ্র সচিব এইচ এম শাহ্আলম ও সরকারীভাবে দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের হাকিম আল মাহাবুব এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্যে ৩ জন অনুপস্থিত রয়েছে। কেন্দ্র সচিব মোঃ আনোয়ার হোসেন ও সরকারীভাবে দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের হাকিম মোঃ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রে ঘুরে দেখা গেছে পরীক্ষায় কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। সকল পরীক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে উস্থিত হয়ে পরীক্ষা দিচ্ছে তারা।
এদিকে পরীক্ষার কেন্দ্রগুলোতে ৫ থেকে ৬ সদস্য বিশিষ্ট পুলিশের নিরাপত্তা রয়েছে।
আরো বিস্তারিত থাকছে–শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীকে নিয়ে
Leave a Reply