প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুবরা বিশ্বকাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করায় যুব টাইগার বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বৃহস্পতিবার পচেফস্ট্রুমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ও ৩৫ বোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি থেকে অভিনন্দন বার্তায় বলেন, তোমাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply