ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি
ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির কোন বিশ্বকাপের ফাইনাল খেলছে টাইগাররা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।
চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর
ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
চ্যাম্পিয়নের লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
যেকোন পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকায় মাশরাফির জুড়ি মেলা ভার। ম্যাশের অনুপ্রেরণায় সবাই আলাদা রকমের সাহস পায়, এক মাশরাফিতেই গর্জে উঠে গোটা দল। বাংলাদেশের যুব টাইগাররা যখন পচেফস্ট্রুমে ইতিহাস গড়তে নামবে তখন ওদের সাথে থাকা সম্ভব না হলেও দূর থেকে শুভ কামণা জানাতে ভুল করেননি মাশরাফি।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।
বাংলাদেশের যুবরা ১৭৮ রানের টার্গেটে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামবে মাঠে।
আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের মুখোমুখি হয় বাংলার যুবারা।
উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।
যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।
Leave a Reply