অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা 

অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা

স্পোর্টস সংবাদঃ
দক্ষিন আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ভারত, বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে যে তিনি ভুল করেননি, সেটাও প্রমাণিত।ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা।

বাংলাদেশের বোলারদের সাঁড়াশি বোলিংয়ের সামনে যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারত অলআউট মাত্র ১৭৭ রানে। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশের যুবাদের করতে হবে ১৭৮ রান।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, তা অবশেষে বোঝা গেল
পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে খেলায়।

টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরিফুল ও সাকিব। প্রথম ৬ ওভারে দেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

খেলায় জেসওয়াল ও তিলাক ভার্মা ম্যাচে ফেরায় ভারতকে। দেখেশুনে গড়েন ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। এই জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব।এর ফলে চাপে পড়ে ভারত।

এর দুই ওভার পরে ভারতীয় দলে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। অভিষেক দাস নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব দুটি ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট। দুটি হলো রান আউট।

এদিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।

উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *