স্পোর্টস ডেক্সঃ
আজ হাই বোল্টেজ যুব ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। ক্ষণে ক্ষণে বাঁক পরিবর্তন। পেন্ডুলামের মত দুলতে দুলতে থাকা ম্যাচটিতে স্নায়ুর চাপ বাড়ছিল মুহূর্তে মুহূর্তে। উদ্বোধনী জুটিতে ৫০ ওঠার পর যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে জয় সম্ভব- এটাই ছিল যেন দুঃস্বপ্ন। অবশেষে চরম অনিশ্চয়তার ম্যাচটিকে সম্ভবে পরিণত করলেন বুদ্ধিমান অধিনায়ক আকবর আলির অসাধারণ ব্যাটিং।
৭৭ বলে ৪৩ রান করলেন অধিনায়ক আকবর আলী। রাকিবুল হাসান ৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচসেরা আকবর আলী।
সত্যিকার একটি ফাইনাল ম্যাচ উপভোগ করলো পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের সমর্থকরা।
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মত শক্তিশালী দলকে ২৩ বল হাতে রেভে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারেরমত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের ট্রফি তুলে নিলো ঘরে। চারবারের চ্যাম্পিয়ন ভারত। সাতবার তারা খেলেছে ফাইনালে। তেমন একটি দলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশের যুবারা। এ মুকুট যেন আজ ১৬ কোটি বাংলাদেশী মানুষের।
অসাধারণ ব্যাটিংটা করলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি! একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন একপ্রান্ত থেকে আগলে রেখে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি।
Leave a Reply