বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি হাউজিং কোঃ খাল দখলে মহোৎসব সংবাদ প্রচার হলে সাভার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের উদ্ধার
অভিযান পরিচালিত
সত্যেরসংবাদঃবিভিন্ন সংবাদ মাধ্যমে অবৈধ দখলে সাভারের হেৃায়েতপুরে বামনী সরকারী খাল বালি দিয়ে ভরাট মহোৎসবে সংবাদ প্রচার হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষন হলে খালে বালি ভরাট উদ্ধারে অভিযান চালায় সাভার উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত।
https://www.sattersangbad.com/archives/2758
রবিবার (০৯ ফেব্রুয়ারী) সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। এসময় খালের জমি মাপ দিয়ে সীমানা নির্ধারন করে দিলেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ”আলমনগর হাউজিং কোম্পানীর লোকজন তাদের সীমানা সংলগ্ন সরকারি বামনী খালের একাংশ দখল করে বালু ভরাট করছে এমন অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলে সেটি প্রশাসনের নজরে আসলে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় প্রতিষ্ঠানটি খালের একাংশ ইতিমধ্যে বালু দ্বারা ভরাট করে ফেলেছে একটি হাউজিং কোঃ। পরবর্তীতে উপজেলা প্রশাসনের সরকারী সার্ভেয়ার দ্বারা খালের জমি মাপ দিয়ে খালের সীমানা নির্ধারন করে দেওয়া হয়েছে। সেইসাথে খালের যে অংশটুকু প্রতিষ্ঠানটি ভরাট করেছে সেই অংশ তাদেরকে নিজ দায়িত্বে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ”ইতিমধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খননযন্ত্র দিয়ে ভরাটকৃত কিছু অংশের বালু অপসারন করেছে, বাকিটা নির্ধারিত সময়ের মধ্যে অপসারন না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”
অপরদিকে খাল দখলের অভিযোগ অস্বীকার করে আলমনগর হাউজিং প্রপার্টির সেক্রেটারী সেলিম রেজা বলেন, ”কোন খাল দখল করা হয়নি। একটি পরিত্যক্ত খাল আমাদের সীমানা সংলগ্ন এলাকায় রয়েছে, আমাদের জমিতে বালু ভরাটের সময় তার কিছু হয়তো খালে গিয়ে পড়তে পারে। যদি এমনটা হয় তবে তা আমরা অপসারন করবো।”
স্থানীয়দের অভিযোগ সুযোগ পেলেই খালটিতে বালু ফেলে ভরাট করে সুগন্ধা হাউজিং কোম্পানীর লোকজন। বিভিন্ন সময় এলাকাবাসী এ নিয়ে মানবন্ধন করলে দিনের বলায় বালু দিয়ে ভরাট না করে তাদের বাহিনী দ্বারা রাতের আধারে ভরাট করে দখলের পায়তারা চালায়।
Leave a Reply