সাভারে অনুমোদনহীন ৩টি বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার সিলগালা ও অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।। ছবি প্রতীকী।।
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি বেসরকারি হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান করেছে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হলে এসময় তিনটি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অংকের জরিমানা হাসপাতালকে সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতাল গুলো হলো, সাভারের পৌর এলাকা গেন্ডায় অবস্থিত ল্যাবস্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, নিউ লাইফ কেয়ার হাসপাতাল, কর্ণপাড়া এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল। এর মধ্যে যমুনা ডিজিটাল হাসপাতাল বন্ধের পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ল্যাবস্টার হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী হাকিম মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ জানান, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবত সরকারী অনুমোদন ছাড়াই নিয়মনীতি না মেনে বিভিন্ন আবাসিক ভবনে হাসপাতাল খুলে রোগীদের সাথে প্রতারনা করে আসছিলো। এছাড়াও প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য সরঞ্জামাদি নেই।
অপরদিকে যমুনা ডিজিটাল হাসপাতালের মালিক মোঃ আরিফ বিল্লাহ’র স্ত্রী চিকিৎসক না হয়েও রোগীদের ডিএনসি করাসহ বিভিন্ন গাইনী চিকিৎসা প্রদান করে আসছিলো যা অত্যন্ত ঝূকিপূর্ণ। এসব কারনে প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা সময় যারা উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নুসরাত জাহান সাথীসহ আরো অনেকে।
Leave a Reply