শেখ এ কে আজাদ,সাভার থেকেঃমূল গেইটে নোটিশ দেখে সাভারে একটি তৈরি পোশাক কারখানার বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সাভার মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নে সামাইর এলাকায় সার্ক নীটওয়্যার লিটিটেড গার্মেন্টস এর সামনে এঘটনা ঘটে। এসময় পুলিশ লাটিচার্জে অন্তত পাঁচ শ্রমিক আহত হন।
শ্রমিকরা জানান, তারা কয়েক’শ শ্রমিক ওই পোশাক কারখানায় কাজ করেন। কারখানাটিতে জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা না হলেও রোববার সকালে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কারখানার মূল গেইটে নোটিশ দেয় মালিকপক্ষ।
এঘটনায় কারখানার সামনে বিক্ষোভ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে সাভার মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ লাটি চার্জ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে।
এদিকে ওই আঞ্চলিক সড়ক অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকা পড়েছে কয়েক’শ যানবাহন।এতে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, মালিকপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের করা হবে।
Leave a Reply