আশুলিয়ার বাইপাইল ছিনতাইয়ের কবলে এক সাংবাদিকসহ প্রবাসী,থানায় অভিযোগ দায়ের
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ার বাইপাইল ছিনতাইয়ের শিকার হয়েছে এক সাংবাদিকসহ তার ইটালি প্রবাসী চাচাত ভাই কামাল উদ্দিন চৌধুরী। লোকমান হোসেন খোকা চৌধুরী দৈনিক দেশ রুপান্তেরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শনিবার গভীররাতে আশুলিয়ার বাইপাইলের বাগবাড়ী এলাকাকায় রিক্সাযোগে ছিনতাইয়ের শিকার হন তিনি।
সাংবাদিক খোকা চৌধুরির জানান, শনিবার গভীর রাতে তার ইটালি প্রবাসী চাচাত ভাই কামাল উদ্দিন চৌধুরীকে নিজ বাসায় নিয়ে যাওয়ার সময় উত্তর গাজীরচটে ৪-৫ জনের একদল ছিনতাইকারী দাঁড়ালো
ছ’রি হাতে তাদের রিকশার সামনে পথে গতি রোধ করে।এসময় তার সাথে থাকা একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত ব্যাংকের কার্ড ভয়ভিতি দেখিয়ে জোর করে ছিনিয়ে নেয়।
তিনি আরো জানান, এসময় তার ভাইয়ের সাথে থাকা নগদ অর্থ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
ছিনতাইয়ের বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক শেখ রিজাউল হক দিপু জানান, ছিনতাইয়ের ঘটনায় তিনি শুনেছেন এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply