ধামরাইয়ে ৪ মেয়ে দাখিল পরীক্ষার্থী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত
নিজেস্ব প্রতিবেদক,ধামরাইঃ
ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের সুলধন দারুল ইসলাম দাখিল মাদরাসার চার পরীক্ষার্থী কেন্দ্রে আসার পথে আঞ্চলিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। রবিবার ১৬ফেব্রুয়ারি সকালে কালামপুর-সাটুরিয়া সড়কের কালামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে সুলধন মাদরাসা থেকে শরিফবাগ পরীক্ষা কেন্দ্রে আসার পথে কালামপুরে তাদের বহনকারী লোগুনার সাথে মোটর সাইকেল সাথে ধাক্কা লাগলে এতে চার পরীক্ষার্থী গুরুতর আহত হোন।
আহত শিক্ষার্থীরা হলো, সুলধন দারুল ইসলাম দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী মুক্তা, আখি, আবেদা, তানিয়া । আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরীক্ষায় অংগ্রহণ করে পরীক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল টিম সহ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাদের সব ধরনের উন্নত চিৎসার ব্যবস্থা করা হয়ে।
Leave a Reply