সাভার পৌর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে ২১ ফেব্রয়ারির প্রস্তুতিমূলক সোমবার সন্ধ্যার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ছবিঃসত্যের সংবাদ
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
আগামী ২১ ফেব্রয়ারি উপলক্ষে সাভার পৌর তালবাগের কলেজ রোড ফারুকের মোড় এলাকার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর নিজস্ব সাভার পৌর অফিস কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ ফেব্রয়ারি সন্ধ্যার পর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাভার পৌর সভাপতি এম এম জাহেরুল আহসান ফারুক এর উপস্থিতিতে ঢাকা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এম এম কামরুল আহসান সোনাহর আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাভার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক উজ্জল হোসেন।
অনেকে মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইয়াছিন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল হালিমসহ প্রায় অর্ধশাতাধিক নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাভার পৌর সভাপতি এম এম জাহেরুল আহসান ফারুক বলেন, আগামী ২১ ফেব্রয়ারি সাভারে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতা-কর্মীরা।শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর অফিস কার্যালয়ে দোয়া মাহফিল ও খিজুরীভোজের আয়োজন করা হবে।দোয়া মাহফিল ও খিজুরীভোজের আয়োজনে এলাকার মানুষসহ নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করছেন তিনি।
Leave a Reply