সত্যেরসংবাদডেক্সঃ বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর ইউনিয়নে নশু মিয়া (৫২) নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ৷
শনিবার সকালে স্থানীয়রা নিহত নশু মিয়াকে রাস্তার উপর গলাকাটা অবস্থায় তাকে পরে থাকতে দেখে বোরহানউদ্দিন থানা পুলিশকে খবর দেয় ৷ পরে ওসি মোঃ এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান এবং ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসেন ৷
এসময় বোরহানউদ্দিন থানার ওসি মোঃ-এনামুল হক জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় ৷ তবে পরিবারের অভিযোগে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোরহানউদ্দিন থানা নিয়ে আসা হয় ৷ সে এখন থানা হেফাজতে রয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ৷
Leave a Reply