শতবর্ষ মুজিব দিবস উপলক্ষে সাভারের ঐতিহ্যবাহী ল্যাবজোনের উদ্যোগে দুদিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শত বর্ষপর্তী মুজিব দিবস উপলক্ষে সাভারের ল্যাব জোন কনসালটেশন সেন্টার ও হাসপাতালের পরিচালনায় দুদিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট দিচ্ছেন রোগীদের মাঝে। সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত এ ফ্রি ডেন্টাল ক্যাম্প চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার সকালে প্রথম দিন ল্যাব জোন কনসালটেশন সেন্টারের সামনে এ ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান।
এসময় ল্যাবজোন কনসালটেশন সেন্টার ও হাসপাতালের জেনারেল ম্যানেজার এম ইসহাক,ম্যানেজার ইসমাইল হোসেন তানিম,ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সেলিম হাওলাদার, জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোঃ উজ্জল হাসান জীবনসহ হাসপাতালে নার্স ও ষ্টাফরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট দিচ্ছেন রোগীদের মাঝে। ছবিঃসত্যের সংবাদ
বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্র দিচ্ছেন তারা হলেন ,ল্যাব জোন কনসালটেশন সেন্টারের ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও ডাক্তার মোঃ রেহান উদ্দিন, ডাঃ সায়্যেদা হানান আল বারী পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট এর বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন,ডাঃ মিথুন মার্মা,ডাঃ আবু সামি,ডাঃ আরিফ হোসেন,ডাঃ আরাফাতসহ ডাঃ আব্দুল আলীম।
ল্যাব জোন কনসালটেশন সেন্টারের ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও ডাক্তার মোঃ রেহান উদ্দিন জানান, আজ ও আগামীকাল ফ্রি ডেন্টা ক্যাম্প চলবে। তিনি আরো জানান এ ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্তে থেকে রোগীরা আসছেন তারা সেবা নিচ্ছেন প্রায় ৭ থেকে ৮ হাজার রোগীদের এ সেবার আওতায় আসবে।
ল্যাব জোন কনসালটেশন সেন্টারের ডেন্টাল
ফ্রি ডেন্টাল ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্তে শত শত রোগীরা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট পেয়ে খুশি তারা। এসময় ল্যাবজোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ছবিঃ সত্যের সংবাদ
বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও ডাক্তার মোঃ রেহান উদ্দিন জানান, আজ ও আগামীকাল ফ্রি ডেন্টা ক্যাম্প চলবে। তিনি আরো জানান এ ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্তে থেকে রোগীরা আসছেন তারা সেবা নিচ্ছেন প্রায় ৭ থেকে ৮ হাজার রোগীদের এ সেবার আওতায় আসবে।
সাভারের ঐতিহ্যবাহী ল্যাব জোন কনসালটেশন সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান জানান গরীব মানুষের চিকিৎসা চিন্তা ভাবনা করে যৌথ উদ্যোগে ডেন্টাল রোগীদের মাঝে বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট দেওয়া হচ্ছে। প্রতিটি মানুষের দু বেলা ভালো করে টুথপেষ্ট দিয়ে দাঁত মেঝে থাকলে দন্তের বড় ধরনের রোগ থেকে মুক্তি মিলে।
ফ্রি ডেন্টাল ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্তে শত শত রোগীরা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট পেয়ে খুশি তারা।
Leave a Reply