টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট কারসহ
বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ সার্জেন্ট
ডেক্সসংবাদঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌঘাট হতে প্রাইভেটকারসহ ৯৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় প্রাইভেট কারে বিশেষভাবে বহন করার সময় ফেনসিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্তর এলাকায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওয়ালিদ জানান, তিনি গোলচত্বরে কর্তব্যরত অবস্থায় প্রাইভেট কারটিকে থামাতে সিগন্যাল দেয়। প্রাইভেট কারটি চলার গতি কমাতে শুরু করে কিন্তু কাছে আসার সাথে সাথে সাথে প্রাইভেট গতি বাড়িয়ে চলে যায়। তিনি সাথে সাথে মোটরসাইকেল নিয়ে দ্রুত তার পিছু নিলে তাড়া খেয়ে গোবিন্দাসী নামক স্থানে নৌঘাটে পৌছালে প্রাইভেটকারে থাকা চালক দ্রুত পালিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্বর এলাকায় কর্তব্যরত ছিলেন সার্জেন্ট ওয়ালিদ। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটিকে দেখে সন্দেহ হলে বিভিন্ন ভাবে মোড়ানো অবস্থ্যায় ৯৭৩ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি উদ্ধার করেন তিনি। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এই প্রাইভেট কার চালকসহ মাদকব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply