সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন সাভারে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জন বান্ধব সরকার। উন্নয়নের স্বার্থে সকল ছাত্রলীগ নেতা কর্মীদের কাজ করার আহবান জানান তিনি।
দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় সাভার মডেল কলেজ ছাত্রলীগের ফারদিন ইসলাম শিপুকে সভাপতি ও তাসনীম নিহালকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ খান রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবির,পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভিসহ আরো অনেকে।
Leave a Reply