সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন হতে যাচ্ছে আজ।
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে প্রথমবারের মতো সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় প্রধান আলোচক হিসেবে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উস্থিত থেকে ৭ দিন ব্যাপী বই মেলা উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই বইমেলা চলবে হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদগাহের মাঠে। মেলায় দেশের স্বনামধন্য প্রায় অর্ধশতাধীক প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে । বই মেলায় থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর এ বই মেলার উদ্যোগ গ্রহন করেন। তিনি প্রতিদিন মেলার কাজের অগ্রগতি সম্পর্কে পরিদর্শন করেন।
বইমেলার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য,এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সাভারের কর্মরত মিডিয়াকর্মীদের সঙ্গে এক বিশেষ সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। বইমেলা সাফল্য করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply