‘মাদক মুক্ত শ্রীপুর চাই’ সাইকেল র্যালি অনুষ্ঠিত
শ্রীপুর Special Response Team (SRT) এর উদ্দ্যোগে সফল ভাবে শেষ হলো ‘মাদক মুক্ত শ্রীপুর চাই’ সাইকেল র্যালি অনুষ্ঠিত । একঝাক তরুন ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টায় মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে রেলিটি শুরু করে উপজেলা পরিষদ চক্কর দিয়ে জয়দেবপুর স্টেশন ভ্রমণ করে মাদকের ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের মাঝে গনসংযোগ করে।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ঢাকা ট্রেন প্যাসেন্জারস ফোরামের এডমিনগন, মডারেটরগন, এস আর টির চিফ কমান্ডিং এর নেতৃবৃন্দ। সারাদিন গনসংযোগ করে তারা আবারা শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এসে র্যালিটি সফলভাবে শেষ করে।
Leave a Reply