কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রীপুর থানার এএসআই শাহীনুর রহমান
মোহাম্মদ আদনান মামুন, নিজেস্ব প্রতিবেদক, শ্রীপুর থেকেঃ গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের মৃত সাদিরের সন্তান মুরগী ব্যবসায়ী আব্দুল খালেক শ্রীপুর থানায় সেবা নিতে কয়েক হাজার টাকা হারিয়ে ফেলেন তিনি। আব্দুল খালেক পেশায় এলাকায় একজন মুরগীর ব্যবসায়ী হিসেবে পরিচিত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় শ্রীপুর থানার সামনে থেকে এএসআই শাহীনুর রহমান ওই টাকা কুড়িয়ে পায়। এরপর সাথে সাথেই ওসিকে অবগত করলেন তিনি।
এএসআই শাহীনুর রহমান জানিয়েছেন, টাকাটা পাওয়ার পর আশেপাশের লোকদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় । যদি কারও টাকা হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। পরে ওই হারিয়ে যাওয়া টাকার মালিক এসে যোগাযোগ করলে টাকাগুলো ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া ১৫ হাজার ৫০০ টাকা ছিলো।
টাকা ফেরত দেওয়ার ঘটনায় তিনি মহান পুলিশের পেশা থেকে এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
Leave a Reply