সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো..মৃত্যুর হুমকি দিয়ে কুরিয়ারে চিরকুটে
নিজস্ব প্রতিবেকঃ
চিরকুটে হুমকিদাতার কিছু আংশিক লিখা তুলে ধরা হলোঃ-
চিরকুটে লিখা রয়েছে সাংবাদিক শেখ বেলাল সাব কেমন আছেন,ভাল আছেন তো তাই না?ভালো থাকো সবসময় টিভিতে কাজ করো,পত্রিকা চালাও গেলো কথা,অনুসন্ধানী করতে যাও কেন?অনুসন্ধানী নিউজ ভালোই শিখেছেন দেখা যায়। তোর মতো বহু সাংবাদিক অনুসন্ধানী করতে গিয়া জীবন দিতে হইছে।আমার বিরুদ্ধে লাগছত তুই। তুই জানস আমি কেতা…
আনন্দ টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক চেকপোস্টের সম্পাদক শেখ শাহাউর রহমান বেলালকে চিরকুটের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে ২৩ ফেব্রুয়ারী বেলা ২.৩০ মিনিটে। হবিগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে তার ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করে জানায় তার একটি ডকুমেন্টস পার্সেল আসছে,নিয়ে যান।
সংবাদ পেয়ে শেখ বেলাল চিঠির খামটি খুলে একটি চিরকুট দেখতে পান, তার মৃত্যুর জন্য একটি চিরকুট পাঠানো হয়েছে ওই খামের ভিতর। খামের উপর রাইছ উল্লাহ, মোবাইল নাম্বার- ০১৩০২-৯৪০৫৬৮১ দেয়া ছিল,মোবাইলে কল করে ওই নম্বরট ভুল নাম্বার দেয় যা ব্যবহৃতি নয়। চিরকুটে সাংবাদিক পেশার জন্য অজ্ঞাতনামা ব্যক্তি প্রাণ নাশের হুমকি প্রদান করায়। নিজের জীবন রক্ষার ক্ষেত্রে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং-৯১৯/২০২০।
উল্লেখ্য সাংবাদিক শেখ বেলাল আনন্দ টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক চেকপোস্টের সম্পাদক ও অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের সভাপতি হিসেবে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জড়িত রয়েছেন।
Leave a Reply