শ্রৗপুরে দুই কাঠ ব্যবসায়ী আটক! উৎকোচের বিনিময় মুক্ত
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর থেকে-
গাজীপুরের শ্রীপুরে কাঠ ব্যবসায়ীদের থানায় আটকে রেখে উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে এক সহকারি উপপরিদর্শক (এএসআই) মহব্বত আলীর বিরুদ্ধে।
জানা যায়, গত রোববার দুপুরে পৌর এলাকার শিশিরচালা গ্রামের নতুন বাজার এলাকা থেকে অবৈধ ভাবে শালবনের গাছ বিক্রির অপরাধে মেসার্স আনিস স-মিলের মালিক মো.আনিসুর রহমান ও উপজেলার রাজাবাড়ির জিওসি বিন্দুবাড়ি গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে কাঠ ব্যবসায়ী নুর মোহাম্মদ ওফরে নুরুদ্দিনকে আটক করে। পরে ওই দিন গভীর রাতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে (এএসআই) মহব্বত আলীর বিরুদ্ধে।
আটক কাঠ ব্যবসায়ী নুর মোহাম্মদের ভাই মো.শফিকুল ইসলাম বলেন, ফোনে পুলিশ আমাকে বড় ভাইকে আটকের বিষয়ে জানায়। এসময় তিনি (এএসআই) শালবনের কাঠ ও গাছ বিক্রির বৈধ কাজপত্র নিয়ে থানায় আসতে বলেন। পরে থানায় বন বিভাগের বৈধ কাজপত্রের ফটো কপি নিয়ে আসলে এগুলো নকল বলে চ্যালেঞ্চ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আবার বাড়ি থেকে মূল কাজপত্র নিয়ে গেলেও একই ভাবে আমাকে গালিগালাজ করতে থাকে। মোটা অংকের টাকা ছাড়া ছাড়বে না বলেও জানায়। পূর্বেই ভাইয়ের পকেটে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে যায় পুলিশ। পরে আমি আরো ১৫ হাজার টাকা দিলে পুলিশ ভাইকে গভীর রাতে ছেড়ে দেয়। এছাড়াও অপরজন স-মিলের মালিক মো.আনিসুর রহমানের পরিবার মোটা অংকের উৎকোচের বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে শ্রীপুর থানার এএসআই মহব্বত আলী জানান, শালবনের গাছ বিক্রির করার অভিযোগে তাদের বিজ্ঞাসাবাদের জন্য থানা ডাকা হয়েছিল। পরে বৈধ কাগজপত্র দেখালে তাদের ছেড়ে দেয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিয়াকত আলী জানান, আটকের পর বৈধ কাজপত্র দেখালে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে এখানে আর্থিক লেনদেনের বিষয়টি আমরা জানা নেই।
Leave a Reply