আওয়ামীলীগের সাবেক মন্ত্রী মুরহুম অ্যাডভোকেট রহমত আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কৃষকলীগ।ছবিঃ সত্যের সংবাদ
মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কৃষকলীগ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমী চন্দের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, মহিলা সংসদীয় আসন-১৪ সংসদ সদস্য রহমত আলী কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি, কৃষকলীগের সাবেক সভাপতি ড. এ মির্জা জলিল সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা প্রয়াত রহমত আলীর বণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিময় আলোচনা করেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Leave a Reply