সাভার পৌর ৯ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশের আইন- শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সত্যের সংবাদঃ
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাভার পৌর ৯ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আনন্দপুর ল্যাবরেটরী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সালাউদ্দিন খান নঈম।
সাংবাদিক কামরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। সাভার মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জাকারিয়া হোসেন কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম সম্পর্কে বক্তব্যে অবগত করেন।
এময় সমাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজিসহ সামাজিক অবক্ষয়ের দিকগুলো তুলে ধরেন একাধিক বক্তা। উপস্থিত জনতার অভিযোগ শুনে পুলিশের পক্ষ থেকে এলাকায় সিসিটিভি স্থাপন, প্রবেশমুখগুলোতে গেট নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয়। সেইসঙ্গে এক মাসের মধ্যে সকল বাড়ির ভাড়াটিয়া ফরম পূরণ করে থানায় জমা দিতে বলা হয়েছে। সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু, সমাজসেবক মাকসুদুর রহমান খান, গোলাম মহিউদ্দিন খান শান্ত, গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব, পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
Leave a Reply