এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে ল্যাপটপ প্রদান করলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব
এটিএন বাংলার ক্যামেরা পার্সন শরিফুল ইসলামকে একটি ল্যাপটপ প্রদান করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
শুক্রবার বিকেলে (২৮ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ চত্বরে এটিএন বাংলার ক্যামেরা পার্সন শরিফুল ইসলামের হাতে ল্যাপটপটি তুলে দিয়েছেন।
শরিফুল ইসলাম জানায়,ল্যাপটপটি কেনায় সহযোগিতা করায় তাদের হাত থেকে পাওয়ায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শরিফুল ইসলাম।
ল্যাপটপ প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ দেওয়ান, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।
উল্লেখ্য,এটিএন বাংলার ঢাকা জেলার সাভার ও ধামরাই উপজেলার (সাভার প্রতিনিধি) শেখ আবুল বাশারের ক্যামেরা পার্সন হিসেবে কাজ করে আসছে শরিফুল ইলসাম।-সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply