সাভারে মহাসড়কের ফুটপাত দখল করে ব্যবসা করেন মানিকগঞ্জে কর্মরত এসআই
নিজস্ব প্রতিবেদক,সাভারঃ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে মাছের বাজার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে মানিগঞ্জ জেলায় কর্মরত এক পুলিশ কর্মর্তার বিরুদ্ধে। তিনি মানিকগঞ্জ জেলায় আদালতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। ফুটপাত দখল করে তার মাছের ব্যবসা পরিচালনার ফলে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরাও। ফুটপাতে তার তৎপরাতাকে কেন্দ্র করে থেকেই থেমে গেছে পুলিশের ফুটপাত দখলমুক্ত রাখার অভিযানও। এভাবেই আবারো ফুটপাত দখলের মহোৎসব শুরু হয়েছে সাভারে।
স্থানীয়রা জানান, এরআগে দীর্ঘদিন সাভারে ঢাকা উত্তর ডিবিতে কর্মরত থাকার সময় থাকার রিপন নামে এক আত্মীয়কে নিয়ে উলাইল এলাকায় অভিনেতা ডিপজলের মৎস আড়তে মাছ ব্যবসা শুরু করেন এসআই ইলিয়াস। এভাবে মাছের ব্যবসা করে বর্তমানে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে একের পর এক দোকান বসিয়েছেন তিনি। গত ডিসেম্বরে ঢাকা জেলা থেকে মানিকগঞ্জে তাকে বদলী করা হলেও সাভারের ফুটপাতে দোকান বসিয়ে থেমে নেই তার মাছ ব্যবসা।
সাভার রাজ্জাক কাঁচা বাজারের একাধিক মাছ ব্যবসায়ী জানান, বাজার কর্তৃপক্ষকে মোটা অংকের জামানত ও ভাড়া দিয়ে তারা ব্যবসা করেন। কিন্তু এসআই ইলিয়াস এসে মার্কেটের সামনে চৌকি বসিয়ে মাছ ব্যবসা শুরু করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ফুটপাতে দারোগার নামে দোকান বসিয়ে ব্যবসার প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয় তাদের। এছাড়া ফুটপাতে তিনি যাদের বসিয়েছেন তাদের দাপটে সবসময় আতঙ্কগ্রস্ত থাকতে হয় ব্যবসায়ীদের।
সাভার হাইওয়ে থানার এক কর্মকর্তা জানান, ফুটপাত দখলমুক্ত করতে গেলেই বলা হয় এসআই ইলিয়াস এখানে মাছের ব্যবসা করেন। এটিকে দেখিয়ে অন্য হকারাও বলে দারোগার দোকান উচ্ছেদ না করে কেন শুধু গরিব মানুষের দোকান উচ্ছেদ করেন। এতে বিব্রত হাইওয়ে পুলিশও।
রাজ্জাক কাঁচা বাজারের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক জানান, এসআই ইলিয়াস নিজে এসে উলাইলে তার মাছের আড়তের অবিক্রিত মাছ বিক্রির জন্য বাজারে সামনের দিকে একটি দোকান বরাদ্দ চেয়েছিল। কিন্তু আগের ব্যবসায়ীর সাথে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় দোকান বরাদ্দ দেয়া হয়নি তাকে। এরপর ওই দারোগা বাজারের সামনে চৌকি বসিয়ে মাছ ব্যবসা শুরু করেন। বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে এতে আপত্তি জানালেও পুলিশের ভয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছেনা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ফুটপাত দখলকারীদের ফুটপাতে কোন ব্যবসা করতে দেয়া হবে না।
এব্যপারে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, পুলিশের কারো বিরুদ্ধে ফুটপাত দখলের অভিযোগ আসলে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত চলছে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান বলেন, তার জেলার পুলিশ অন্য জেলায় অনৈতিক কাজ করলে সেই জেলার পুলিশ দেখবে। তবে জেলা পুলিশের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে অভিযোগের ব্যপারে জনাতে চাইলে এসআই ইলিয়াস হোসেন বলেন, ফুটপাতে আমার নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করছে। আমি বলে দিচ্ছি ফুটপাত থেকে তারা দোকান সরিয়ে নিবে। এছাড়া প্রতিবেদককে নিউজ না করতে অনুরোধ করে দেখা করতে চান তিনি।
Leave a Reply