ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩২২ রানের টার্গেট ছুঁড়ে দিলো বাংলাদেশ
স্পোর্টস সংবাদ ডেস্ক: সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩২২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন ওপেনার লিটন দাশ। মাত্র ৯৫ বলে ১০ চার ও এক ছয়ে শতরানের ইনিংস খেলেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই নিজেদের প্রথম উইকেট হারিয়েছে সফরকারীরা।
রোববার (১ মার্চ) সিলেটে সফরকারীদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দুই ওপেনারের ব্যাটে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। তামিম ইকবাল ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। দলীয় ১৪০ রানে শান্ত আউট হওয়ার পর লিটনের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। ১৮২ রানে মুশফিক (১৯) ফেরার কিছুক্ষণ পরেই ব্যক্তিগত ১২৬ রানের সময় ইনজুরির কারণে মাঠ ছাড়েন লিটন।
শেষ দিকে মোহাম্মদ মিথুন (৫০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩২) ও সাইফুদ্দিনের (২৮) তিনটি ঝড়ো ইনিংসে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩২১ রান। জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট নেন ক্রিস এমপফু।
স্কোয়াড (একাদশ):
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশে কামুনহুকামাবে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাবা (উইকেটকিপার), রিচমন্ড মুতুয়াম্বি, টিনোটেন্ডা মুতুমবোজি, ডোনাল্ড ত্রিপানো, উইসলি মাডভারে, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।
জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ১৭ ভার শেষে ৫৪ রানে ৪ উইকেট হারিয়েছে।
Leave a Reply