সংবাদপত্র হকারী করে বিক্রি করা আরব আলী ভালো নেই
নিজস্ব প্রতিবেদকঃ
দুই দশকের সময় বেশী সময় ধরে সংবাদপত্র হকারী করা বিক্রি করা একজন হকার আর ভালো নেই।
মোঃ আরব আলী সংবাদপত্রের হকার বয়স পঞ্চাশের উপরে হবে, তিনি থাকেন রাষ্ট্রপতি এরশাদের গড়া জগন্নাথদীঘির গুচ্ছ গ্রামে,চৌদ্দগ্রামের বিভিন্ন হাট বাজার গুলোতে স্থানীয় সংবাদপত্র গুলি বিক্রি করে চলে তার সংসার।
তিনি জানালো,সে এখন আর ভালো নেই। এক সংবাদকর্মী ছবি তুলতে চাইলে তিনি তেমন আগ্রহ না দেখালে মোবাইলে কয়েকটি ছবি তুলেছেন। তিনি জানান বিক্রি ভালো নয় ওই সংবাদকর্মীকে অনুরোধ করলেন একটা কাগজ কেনার জন্য দাম মাত্র পাঁচ টাকা। স্থানীয় সাপ্তাহিক চৌদ্দগ্রাম সংবাদের একটা কপি নিয়ে দশ টাকা দিলেন হকারকে।অতিরিক্ত পাঁচ টাকা নিতে না চাইলে সংবাদকর্মী তাকে চা খাবেন বলে অনুরোধ করলেন। ব্যবসা ভালো নেই,উনার সহজ উত্তর ডিজিটাল সময়ে মোবাইল ব্যবহার ও রাজনৈতিক কারণে মানুষের সংবাদপত্রের প্রতি আগ্রহ নেই বললেই চলে।
দুই দশকের সংবাদপত্র ব্যবসার অভিজ্ঞতা থেকে তিনি জানান সংবাদপত্র শিল্পের কেউই ভালো নেই।সারাদেশের এই শিল্পে জড়িত অনেক মানুষের বাড়ি চৌদ্দগ্রামে। সম্পূর্ণ সৎ আয়ের একটি পেশা,অনেকেই এ পেশা ছাড়ছেন,কিন্তু আরব আলী মতো মানুষ গুলোর বয়স আজ শেষের দিকে হওয়ায় এ কাজ করে জীবিকা নির্বাহের প্রদান উপায়। তিনি ভালোবাসার টানে পেশার মায়া ছাড়তে পারছেন না,আশায় আছে সু-দিন হয়তে একদি ফিরে পাবে।ভালো থাকুন তৃণমূলের সংবাদপত্র শিল্পের সাথে জড়িত লাখো লাখো মানুষ।
Leave a Reply