সাভারে পুলিশের তালিকাভূক্ত আসামী ক্যাডার মাহবুব গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের আশুলিয়া এলাকার পুলিশের তালিকাভুক্ত আসামী সন্ত্রাসী মাহবুব ওরফে ক্যাডার মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২ মার্চ সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়। তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের বেতনভুক্ত ক্যাডার বাহিনীর প্রধান বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
সন্ত্রাসী মাহবুব ডেন্ডাবর এলাকায় থেকে চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে জমি দখল,বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হত্যা, ডাকাতি এবং মাদক ব্যবসা চালিয়ে আসতো।
সম্প্রতি একটি ঘটনায় রিয়াজ নামের এক যুবককে পল্লীবিদ্যিৎ স’মিল এলাকায় ডেকে নিয়ে গুলি করে।
মূলত এই মাহবুব আশুলিয়ার স্বঘষিত রাজার অঘষিত প্রধান সেনাপতি। বিশাল ক্ষমতার অধিকারী যার আঙুলের ইশারায় ঘটতো কত ঘটন-অঘটন। বর্তমানে এই ক্ষমতাধর ব্যক্তি আশুলিয়া থানায় আটক রয়েছেন। আশুলিয়া থানা পুলিশ তথা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু কে সাধুবাদ দিতে শোনা যাচ্ছে অত্র এলাকার চায়ের দোকানে বসা সর্বস্থরের মানুষের মুখে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, মাহববু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তাই তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
সূত্র-অনলাইন
Leave a Reply