সাভারে পাপিয়াদের নিয়ে একটি পার্কে রঙ্গমঞ্চে ঘুরে বেড়ালেন সাভারের এক আওয়ামীগের সভাপতি

সাভারে পাপিয়াদের নিয়ে একটি পার্কে রঙ্গমঞ্চে ঘুরে বেড়ালেন সাভারের এক আওয়ামীগের সভাপতি

ডেক্স সংবাদঃ
সারাদেশ এখন পাপিয়াকে নিয়ে আলোচনা, ধিক্কার ও দেহ ব্যবসা নিয়ে নিন্দার ঝড় ও গ্রেপ্তার। ঠিক সেই মুহুর্তে সাভারে আওয়ামীলীগ নেতা ও সাভারের পাপিয়াদের রঙ্গলীলায় ব্যস্ত সময় কাটান বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) ধামরাই আলাউদ্দিন পার্কে দুপুর ২ টায় থেকে রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে কয়েক সংবাদ প্রতিনিধি এর খোজ খবর রাখেন ও দৃশ্য বন্ধি করে রেখেছেন।

সাভার পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের
সভাপতি হাফিজ উদ্দিনসহ তার ৫ থেকে ৬ জন সহযোগী নিয়ে সাভার পৌর আওয়ামীলীগের কয়েকজন নেত্রীকে নিয়ে ধামরাই আলাউদ্দিন পার্কে দুপুর ২ টার সময় প্রবেশ করে আর তারা বের হয় রাত ৮ টার সময়কাল।
এসময় রঙ্গমঞ্চে সাভার পৌর আওয়ামীলীগের একজন সিনিয়ার নেত্রী ও পৌর ওয়ার্ড কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ আর ৩ নারী মিলে আলাউদ্দিন পার্কে রঙ্গলীলা করতে যায় তারা।
মহিলা নেত্রীদের অভিভাবক ও একজন স্বামী অভিযোগ করে বলেন ওই হাফিজ নেতার জন্য তার পরিবার ধ্বংশ হয়ে যাচ্ছে।
আওয়ামীলীগ নেতা হাফিজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করে ঘুরে বেড়ায় অভিযোগ করেন।
অনুসন্ধানে জানা যায় হাফিজ উদ্দিন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হলেও তার প্রভাব বহুগুনে। অভিযুক্তরা তার ভয়ে কেউ মুখ খুলে না। ৭ নং ওয়ার্ড এলাকায় হাফিজ উদ্দিনের একটি বাহিনী রয়েছে যারা সবসময় চাঁদাবাজি, জমিদখল, করে আসছে। হাফিজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে ওই এলাকায়।

আলাউদ্দিন পার্কে মহিলা নেত্রীদের রঙ্গলীলা করার বিষয়ে হাফিজ উদ্দিনের নিকট জানতে চাইলে বলেন তারা কয়েকজন এমনি ঘুরতে গিয়েছিলো বলে জানায়। প্রতিবেদকের এক প্রশ্ন করেন আপনি দুপুরে পার্কে প্রবেশ করেছেন আর নেত্রীদের নিয়ে রাত ৮ দিকে বের হয়েছেন সেই ভিডিও ফুটেজ রয়েছে তাদের হাতে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন হাফিজ উদ্দিন বলেন দেখেন আমি শার্ট পড়ে গিয়েছি। তাকে আরো বলা হয় আপনি তো ডুকার সময় কালো গেঞ্জি পড়ে গিয়েছিলেন। উত্তরে বলে আমি ফুল শার্ট পড়ে গিয়েছে আপনি ভিডিও ফুটেজে দেখেন।
এই হাফিজ উদ্দিন এর খুটির জোর কোথায় ? তাকে ও সহযোগিদের কে থামাবে এবং কে বাঁচাবে এসব নেত্রীদের সংসারের বাহিরে ঘটে আসছে অনৈতিক কর্মকাণ্ড। তবু যেন আজ স্বামীর পরিবার এসব নারী কেলেঙ্কারীদের বিরুদ্ধ অভিযোগ দিতে ভয়ে কাপছে তারা। এ ঘটনাটি খতিয়ে দেখতে প্রশাসনের নিকট অনুরোধ করছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *