৭ মার্চের ঐতিহাসিক দিনটিতে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে,প্রার্থী সংখ্যা ৩০ জন
শেখ এ কে আজাদ,সাভারঃ
আজ ৭ ই মার্চ শনিবার স্বাধীনতা মাসের আজকের ঐতিহাসিক দিনটিতে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তিন জন।
এই নির্বাচন উপলক্ষে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে ও বিভিন্ন স্থানে প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে যেন ছেয়ে গেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব।
এ ক্লাবে ৭২ জন ভোটার সদস্য রয়েছেন। এর মধ্যে ৩০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ জন এরা হলেন, মোঃ শাহ আলম ও কামাল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে ৩ জন মোঃ মাইনুল ইসলাম, মোঃ বাবুল আহমেদ খান, মুক্তাদ হোসেন, সহ-সভাপতি পাঁচ জন , এরা হলেন নূর হোসেন, মাসুদ রানা, নাসিম খান, বাবুল আহমেদ চৌধুরী, মুকুল হোসেন, ও রিপন মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক প্রার্থী তিনজন এরা হলেন মোহাম্মদ সুজন মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক পদপ্রার্থী দুইজন, মোঃ শাকিল আহমেদ, ও মোঃ আব্দুল হাই। অর্থ সম্পাদক প্রার্থী দুইজন মোঃ রিপন মিয়া ও সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক দুইজন মোহাম্মদ দেলোয়ার হোসেন ও শফিকুর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক দুইজন শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ আকরাম হোসেন। ক্রীড়া ও সংস্কৃতিকে দুইজন মোঃ রিপন মিয়া ও মানিক মিয়। কার্যনির্বাহী সদস্য পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা লড়বেন এ নির্বাচনে ।
সহ-সাংগঠনিক একজন ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন
আজ শনিবার সকাল ১০ টার সময় হতে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিকেল ৪ টার পর ভোট গণনা শুরু হয়ে সন্ধ্যা
সাতটার মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশন। তারা বলেছে সকল কাজ সম্পন্ন গোপন ব্যালটের মাধ্যেমে এ ভোট নেওয়া হবে। সুষ্ঠ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে এটি এখন সকল সদস্যর প্রত্যাশা।
Leave a Reply