শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়া রিপোটার্স ক্লাবের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৭ মার্চ এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেনকে পরাজিত করে শাহ আলম সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং মাইনুল ইসলামকে পরাজিত করে বাবুল খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আশুলিয়া রিপোটার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে আশুলিয়ায় কর্মরত ৭২ জন সদস্য এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকাল ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোতালেব হোসেন নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সুজন মিয়া যুগ্ন সাধারন সম্পাদক পদে, শাকিল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়া নাসিম খাঁন সিনিয়র সহ-সভাপতি পদে, জামাল হোসেন মুকুল ও বাবুল খান সহ সভাপতি পদে নির্বাচিত হন।
শরিফ-উল হক দপ্তর সম্পাদক পদে, রিপন মিয়া অর্থ সম্পাদক পদে, মাহবুব আলম মানিক ক্রিয়া ও সাংষ্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আকরাম সরদার নির্বাচিত হন। এছাড়াও সুচিত্রা রায়, মনির হোসেন, আব্দুর রশিদ ও মনজিলা খাতুন আশা কার্যনির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হন।
Leave a Reply