বিজ্ঞপ্তিঃ- সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের দা’ওয়াহ মহাসম্মেল স্থগিত
***করোনা ভাইরাসের জন্য জনসমাগম নিষেধাজ্ঞা হওয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে আশুলিয়ায় দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেল স্থগিত করেছেন কর্তৃপক্ষ। পরবর্তী মহাসম্মেল সময় ও তারিখ নির্ধারন হলে জানাবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগীম মহাসম্মেলন সাভারের আশুলিয়ায় নিজস্ব স্থানে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ইয়াতিমখানা ও মডেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লী জমায়েত হয়। এ মহাসম্মেলনে দেশী ও বিদেশি ইসলামী বক্তা উপস্থিত হয়।
প্রতি বছরের ন্যায় এবার ১২ মার্চ বিকেল থেকে ও ১৩ মার্চ ২০২০ রাত পর্যন্ত ইসলামী বয়ান হওয়া কথা থাকলেও করোনা ভাইরাস প্রাসঙ্গিক কারনে স্থগিত হয়েছে সম্মেলনটি।
https://m.facebook.com/story.php?story_fbid=2658495847770756&id=100008310999678
Leave a Reply