শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরহী নিহত
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় জসিম উদ্দিন (৬৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগআলী মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিনের পুত্র। সে টেংরা নছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে মুদী দোকান দিয়ে ব্যবসা করত।
নিহতের ভাই ইব্রাহিম মাহমুদ জানান, তার ভাই দুপুর বেলা মোটর সাইকেল নিয়ে বরমী বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply