মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই?
লেখক,শেখ এ কে আজাদ
অতিরিক্ত মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই। তারা হাজার বছর বেঁচে থাকবে কি? সাধারন মাুষের মতই তাদের জীবনের আয়ু হয়ে থাকে। দূর্যোগ মোকাবেলায় অংশ না নিয়ে তারা মুনাফা করছে এটি দন্ডনিয় অপরাধ।
করোনা বা কোন রোগ কি তারা ইচ্ছা কৃত ভাল হতে পারে। জীবন দশায় একসময় তারা নিজেরা আলাদা হয়ে মৃত্যু পথযাত্রী হয়। শেষ রক্ষা কোথায় হবে এদের। তাই এদেশের জনগন ও সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়। এদের বিচার দেশের আইন অনুযায়ী নগন্যতম দিলে হবে না। এরা সাধারন মানুষ নিয়ে খেলা করে সরকারকেও বিপদে মুখে ফেলে বিব্রত করে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি দাবী এদেশের সাধারন মানুষের।
সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে নানা সমস্যার সম্মূখীন হয়। একসময় চাঁদাবাজি উপাধীতে ভূসিত করে। আর সংবাদকর্মীরা এটি নিয়ে করে খুচাখোছি। তাই কারো তামাশা কেউ না দেখে সংবাদমাধ্যম সাথে সংবাদকর্মীরা জরিত এক শপথে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। দেশে বহু সংবাদকর্মী রয়েছে যা স্থানীয় প্রশাসনের বিজ্ঞপ্তি দিলেও সংবাদমাধ্যম ভালভাবে চলবে। ফলে সংবাদকর্মীরা ভাল থাকবে দেশে মানুষের পাশে দাঁড়িয়ে হাজার হাজার ভাল কাজ করার মনমানসিকতা এগিয়ে থাকবে। তাই সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের ও সংবাদমাধ্যম কে সহযোগিতা করতে পারে সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসন।
Leave a Reply