সাভারে রাজফুলবাড়িয়া বাজারে ঝাটকা ইলিশ জব্দ,অর্থদন্ড, দুস্থদের মাঝে বিতরণ করলেন ভ্রাম্যমান আদালত
সাভারে রাজফুলবাড়িয়া বাজারে
৪ লাখ টাকা মুল্যের ঝাটকা ইলিশ জব্দ,এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করলেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান, একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই মাছের আড়ৎতে ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিলো। সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তিন’শ বিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। এসময় মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ঝাটকা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে উপজেলা চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এর উপস্থিতিতে ঝাটকা ইলিশগুলো বিভিন্ন মাদ্রাসা এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই পিকআপ ভ্যান চালক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply