দশ দিন ব্যাপি সাভার প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন
সাভার প্রিমিয়ার লীগ (এসপিএল)’র বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ খেলার উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক। আরো উপস্থিত ছিলেন রেডিওকলোনি মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম মিঞ্জা। প্রিমিয়ার লীগের ভাইস চেয়ারম্যান কাউছার খান, প্রমিয়ার লীগের অন্যতম সদস্য মফিজুর রহমান মফিজ।
১ম দিনে ব্যাংক কলোনি ওয়ারিয়র্স বনাম সাভার এক্সপ্রেসের খেলার মধ্যে দিয়ে এসপিএল উদ্বোধন হয়।
ব্যাংক কলোনি ওয়ারিয়র্স চেয়ারম্যান ও সাভার পৌর সাবেক কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট,কিংস এলিভেন আশুলিয়ার চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশাররফ খান জানান টিম অর্নার ও টিম ম্যানেজারসহ ১৬ খেলোয়ারদের নিয়ে ১১ জন করে খেলবে।
এসপিএলে ব্যাংক কলোনি ওয়ারিয়র্স বিজয়ী হয়ে সাভার এক্সপ্রেসকে হারায়।স্কোরঃ
Leave a Reply