সত্যেরসংবাদ : সাভারে নবম পদাতিক ডিভিশন সেনানিবাসে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।
মঙ্গলবার সকালে সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার, নবম পদাতিক ডিভিশন-এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদীন, বিএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালী ও রোডমার্চ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে সাভার সেনানিবাসে কর্মরত সকল কর্মকর্তা, জেসিও, সৈনিকবৃন্দ ও অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এছাড়াও আয়োজনে ছিল সকল ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা ও ভিডিও স্থিরচিত্র প্রদর্শনী করা হয়।
দিবসটি উপলক্ষে সাভার সেনানিবাসকে সাজানো হয়েছে নতুন রুপে বর্ণিল আলোক সজ্জায়।
Leave a Reply