করোনা নিয়ে বিদেশ থেকে যারা আসছেন। ওরা ভাল চায় নি,তাই মিলে মিশে পরিবারকে পুশ দিয়ে একই সাথে বিদায় নিবে তার সাথে সমাজের মানুষকে পুশ না ঢুকিয়ে ছাড়বে না। এটি এখন পরিবার ও সমাজের মানুষ হত্যাকারীর সাথে তুলনা করা যায়, ওই ভাইরাস আক্রান্ত বিদেশ ফেরত লোক দেশে আসা উচিত হচ্ছে না,এটি দন্ডনিয় হতে পারে। করোনা নিয়ে যারা আসছে তাদের কঠিন শাস্তি দাবী এখন দেশের আতঙ্ক হওয়া মানুষগুলো । অনেকে বলেছেন আমরা দেশের মানুষ ভালোই ছিলাম কিছু মানুষ বিদেশ থেকে ভাইরাস নিয়ে এসে আমাদেরসহ দেশকে বিপদে ফেলল এখন তাদের জন্য আমাদের সাবধান থাকা লাগবে।
এর প্রতিকার হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকে।
সম্পাদনায়ঃশেখ এ কে আজাদ
Leave a Reply