সাভারে করোনা আতঙ্কে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির অপরাধে ভ্রাম্মমান আদালতের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারে করোনা আতঙ্কে চাউলের আড়তে মুনাফালোভী ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির অপরাধে ভ্রাম্মমান আদালতের অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর (১৯) মার্চ সাভার নামাবাজার এলাকায় চাউলের আড়ৎদার ও খুচরা বিক্রেতাদের কাছে বিভিন্ন অংকের জরিমানা আদায় করেন।
সাভার উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সাভার নামা বাজারে প্রতি পঞ্চাশ কেজি চাউলের বস্তায় দুইশ থেকে তিনশ টাকা মূল্য বৃদ্ধি, দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে চাউল বিক্রি করে মুনাফা অর্জন, ট্রেড লাইসেন্স না থাকা, দোকানের সাইনবোর্ড না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯, ৪০ ধারা ভঙ্গের অপরাধে
মেসার্স হানিফ রাইচ এজেন্সি (বড়ঘর) এর মালিক স্বপন সাহাকে ১ লক্ষ টাকা, মেসার্স সুজন রাইচ এজেন্সিকে ৩০ হাজার টাকা ও গোপাল ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ প্রতিবেদককে বলেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির পায়তারা করছেন। প্রসাশন ও পুলিশের কঠোর মনিটরিং এর মাধ্যমে অভিযোগ পেলেই অভিজান অব্যাহত থাকবে।
১৯.৩.২০
Leave a Reply