করোনায় বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে অনুরোধ
লেখক ও সাংবাদিকঃ শেখ এ কে আজাদ,সাংবাদিক।
হোম কোয়ারেন্টানে যারা থাকবে,তাদের ঠিকানা উল্লেখ করে স্বাস্থ্য বিভাগ ও উপজেলার ওয়েবে সাইটে ছবি ও নাম পরিচয়ে ঠিকানা প্রকাশ করার দাবী জানিয়ে বেশীরভাগ মানুষ। বিদেশ ফেরত লোকজন কোথায় থেকে আসলো তাদের ছবি দেখে এলাকার মানুষ আরো বেশী সাবধান হবে। করোনায় হোম কোয়ারান্টাইন লঙ্গন করে কেউ বাহিরে ঘুরাফেরা করতে দেখলে প্রশাসনের সহযোগিতা নিতে পারবে,জনগন তাকে চিনতে পারবে সহজে। বিদেশ ফেরত যাত্রী থেকে এক মাস দূরে থাকলে হয়তো করোনা ছড়িয়ে পরার আর আশঙ্কা থাকবে না। এগুলো বিদেশ ফেরত লোকদের ছবিসহ নামগুলো ওয়েবে প্রকাশ করতে এলাকাসহ দেশবাসীর প্রত্যাশা।
তারা ১৪ দিনের পরিবর্তে সকলে তার নিকট থেকে ১ মাস দূরে থাকলে করোনার ভয় আর হবে না বলেও মনে করছি।
Leave a Reply