করোনার আতঙ্কে দেশ সাভারে মহাসড়কেই সরকারী নির্দেশ মানছে না অতিরিক্ত যাত্রী সেবায় লেগুনা,জনসমাগমে ভিক্ষাবৃত্তি (ভিডিও)
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
দেশে যখন করোনার আতঙ্ক তখন ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বিভিন্ন ওভার ব্রীজের উপর ও নিচে ভিক্ষকরা ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত রয়েছেন।ভিক্ষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা জনসমাগমে ভিক্ষা করছে। আবার সাভারের আশুলিয়া থেকে হেময়েতপুর পর্যন্ত লেগুনা অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতায়াত করছে, মানছে না তারা সরকারের নির্দেশ। সরকারী নির্দেশ অমান্য করে লেগুনা পরিবহন মালিক ও ড্রাইভাররা সিট জ্যাম করে যাত্রী উঠা নামা করাচ্ছেন। যেখানে ১ ফুট করে সংস্পর্শ ছাড়া বসা ও চলার নিয়ম রয়েছে,সেখানে প্রশানের নেই নজরদারি। রবিবার ২২ মার্চ সকালে প্রতিবেদকে সংবাদ সংগ্রহ করতে গেলে এ তথ্য-চিত্র দেখা গেছে।
তাই প্ররশাসনের দ্রুত পদক্ষেপ নিতে করোনা আতঙ্ককারী জনসাধারনের।
Leave a Reply