মানবতার লক্ষে এক প্রসূতি মহিলাকে সেচ্ছায় রক্তদান করলেনঃ সাভারের তরুন ব্যবসায়ী এক যুবক আওলাদ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের সুপার মেডিকেলে (প্রাঃ) লিঃএ খবর পেয়ে একজন প্রসূতি মহিলাকে সেচ্ছায় ১ ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচালেন তরুন ব্যবসায়ী এক যুবক।
মঙ্গলবার (২৩) মার্চ সকালে ওই হাসপাতালে এক প্রসূতির মহিলার রক্ত লাগবে বলে ছুটে যান তিনি। হাসপাতালে ছুটে গিয়ে আওলাদ হোসেন নামে ওই যুবক রক্তদান করে একটি জীবন রক্ষায় তিনি খুশী। মানুষ মানুষের পাশে থেকে এগিয়ে আসবে এটিই সঠিক মানবতা পথ।
আওলাদ হোসেন বলেন,মানবতার জন্য শুধু রক্তদান নয়,আরো ক্ষুদ্র ক্ষুদ্র সেবামূলক কাজে তার অংশগ্রহন রয়েছে তার আগামীতে এসব মানবতার লক্ষে কল্যানমূলক কাজে অংশগ্রহন করতে দৃঢ় প্রত্যের ব্যক্ত করেছেন। বর্তমানে তিনি ম্যান ফর ম্যান ফোর্স এর গর্বিত সদস্য বলে জানায় রাজিবুল ইসলাম রাজিব।
ম্যান ফর ম্যান ফোর্স’র চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজিব আরো জানায় আজ এক জন মহিলার ডেলিভারির পূর্ব মূহুর্তে জীবন বাঁচাতে সেচ্ছায় ১ ব্যাগ বি+ পজেটিভ রক্ত দান করেছেন। এজন্য মহিলাটির জীবন প্রদিপ জ্বলে উঠবে।
Leave a Reply