দেশে করোনার জন্য লক ডাউন করলে কি শুধু উপকার আসবে? সরকারের নিকট দৃষ্টি আকর্ষন
করোনা ভাইরাসের জন্য লক ডাউন করলেই কি শুধু মানুষের উপকার আসবে?
আমাদের এক আল্লাহ বাংলাদেশের মানুষের করোনায় এখনো আক্রান্ত করেনি,শুধু বিদেশ ফেরত মানুষগুলোর জন্য এদেশে আজ করোনার আতঙ্ক ছড়িয়ে পরছে। আল্লাহ পাক আমাদের জন্য তারই ইবাদতের জন্য দরজা খোলা রেখেছেন। তাই আমরা আল্লাহর নিকট আত্মসমর্পন করব এবং বেশী করে তারই ইবাদত করব।
সরকারের নিকট অনুরোধ,
আল্লাহ উপর পূর্ণ ঈমান রেখে ও সকল গুনাহ মাফ চেয়ে দেশবাসী সকল মুসলিম একই সময় নামাজ ও একই দিনে রোজা করার ঘোষনা আসলে আল্লাহ তায়ালা আমাদেরকে সকল বালা,মছিবত থেকে হেফাজত করতে পারেন।
সৃষ্টিজগতে ইহকাল ও পরকালের মালিক এক আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়।
তারই নিকট সকল মুসলিম জাতি করোনার ভাইরাসসহ অন্যান্য রোগ মক্তির কামনা চেয়ে দু-হাত তুলে আল্লাহর নিকট পানাহ চাইতে পারি।
শুধমাত্র যারা হোম কোয়ানটানে থাকবে তারা সকলে নিজ নিজ স্থানে থেকে সৃষ্টি কর্তার ইবাদত করবে। আল্লাহর নিকট ক্ষমা চেয়ে কান্নাকাটি করে মাফ চেয়ে করোনাসহ সকল রোগ থেকে পানাহ চাইবে।
কারণ করোনা রোগীর কথা শুনলে এখন আমরা তাদের সংস্পর্শ ত্যাগ করে দূরে থাকি,মানুষ দেখলেও সংস্পর্শ ত্যাগ করার চেষ্টা করি। এক আল্লাহর নিকট তওবা করে সকল গুনাহের জন্য মাফ চাইবো। করোনা মাফ করে আল্লাহ তায়ালা আমাদের যেন একত্র করে নিতে পারেন-আমিন।
শেখ এ কে আজাদ,সাংবাদিক।।।
Leave a Reply