শ্রীপুরে স্পিনিং মিল আগুন
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর(গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় জমজম স্পিনিং মিলের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সোয়া ২টার দিকে সংঘটিত হলেও আগুন ৫টার দিকেও নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল ফায়ার
স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। গোডাউনে থাকা মালামালসহ টিনশেড নির্মিত কারখানাটি জ্বলছে। একই শেডের নিচে কারখানার অন্যান্য ডিপার্টমেন্টের গুদাম থাকায় দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে
এবং তা নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
কারখানার ডেপুটি ম্যানেজার মো. আক্তারুজ্জামান জানান, দুপুরে কারখানার বিরতির সময় সোয়া ২টার দিকে কারখানার ব্লু রুম বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই কারখানার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুনুর রশিদ জানান, কারখানার শেডের ঘেঁষে সীমানা প্রাচীর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ও আগুন লাগার কারণও জানা যায়নি।
গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুর আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন শারমিনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা কারখানা পরিদর্শন করেছেন।
Leave a Reply