লক ডাউন উপেক্ষা করে শ্রীপুর বাজারে ঈদ আনন্দে ন্যায় জনতার ঢল
মোহাম্মাদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
দেশের সবত্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউন চললেও গাজীপুরের শ্রীপুর বাজার লক ডাউন উপেক্ষা করে ঈদ আনন্দের মত আজ জনতার ঢল নেমেছে।
২৮ মার্চ শনিবার বিকেল থেকে পৌর শহরের বাজারে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শনিবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় দলে দলে মানুষ বাজারের নাম করে ভিড় করছে। শ্রীপুর চৌরাস্তা থেকে রেলগেইট এলাকা পর্যন্ত অটোরিক্সাসহ পর্যাপ্ত যানবাহন চলাচল করতে দেখা যায়। বাজারে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়েকজনকে ফোন করে জিজ্ঞাসা করে জানতে পারি বাজারে সবাই আসতেছে, তাই আমরাও ঘুরতে আসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় বাজারে ঘুরাফেরা করছি।
ফার্মেসী ও নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দোকান খোলা রাখার কথা থাকলেও শ্রীপুর চৌরাস্তা, থানার মোড়, রেলগেইট, মধ্যবাজারের প্রায় সকল দোকানের একটি করে শার্টার খোলা রেখে বেচাকেনা চলছে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন শারমিন জানান, আমি কয়েকঘন্টা আগে বাজার ঘুরে এসেছি, বাজারে তেমন কোন লোক ছিল না।
উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিনকে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না, স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়ার কথা, আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply