সাভারে করোনার ভাইরাস মোকাবেলা করতে প্রস্তুতি গ্রহন করা হয়েছেঃ নির্বাহী কর্মকর্তা পারভেজুর
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি করোনা ভাইরাস সংক্রান্ত রবিবার দুপুরে হল রুমে জরুরি সভা অনুষ্ঠিত হয়।এসময় জরুরি সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান করোনা ভাইরাসে যারা মৃত্যবরণ করবেন তাদের জন্য নির্দিষ্ট কবরস্থানে দাফনের জন্য ২টি এ্যাম্বুলেন্স,ভলেন্টিয়ার,২০ টি পিপিএ সহ ইতিমধ্যে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি আরো জানান অসহায় দরিদ্র মানুষের জন্য সাভার উপজেলা থেকে সরকারীভাবে ১০ টন চাল বরাদ্ধ হয়েছে। এ চালগুলো দুএকদিনের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা লোকদের মাঝে বিতরণ কার্যক্রম করা হবে। প্রতি অসহায়,গরীব মানুষগুলো ৫ কেজি করে চাল দেওয়া হবে। স্থানীয় সাংবাদিকদের করোনা সংক্রান্ত সঠিক সংবাদগুলো তুলে ধরতে তিনি অনুরোধ করেন।
সাভার উপজেলা সাভার উপজেলার ইউনিয়নের ১২ জন চেয়াম্যান এ সভায় উপস্থিত ছিলেন। করোনা বিষয়ে নানা দিক নির্দেশনা উঠে আসে।
এসময় সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি উপস্থিত ছিলেন তিনি বলেন ১০ টন চাল তার পৌরসভায় থেকে বরাদ্দ করা হয়েছে সাথে জীবননাশক সাবান তুলে দিচ্ছেন তিনি।
সাভার উপজেলা চেয়ারম্যান জানান করোনা দূর্যোগ মোকাবেলা করতে জুরুরি ফান্ড টাকা জমা রাখা হবে প্রতিটি ইউনিয়ন চেয়াম্যানকে এ ফান্ডে অর্থ সহায়তা দেয়ার আহবান করেন।
সাভার উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল জানান এ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে ১১০ করোনা সন্দেহে চিকিৎসা প্রদান করা হয়েছে এর মধ্য ২৮ জন চিকিৎসা ধীন রয়েছে। তবে আগামী ১ সপ্তাহের মধ্য করোনার পরিস্থিতি সম্পর্কে ধারনা করা যেতে পারে। বর্তমানে সাভার কোন করোনা রোগী আক্রান্ত হয়নি।
Leave a Reply