মালোয়শিয়ার প্রবাসী প্রল হাবিরের সহযোগিতায় ৫শ’পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান
সত্যের সংবাদ ডেক্সঃ
মালোয়শিয়া প্রবাসী হাবিবুব রহমান মাতুব্বরের অর্থায়নে করোনায় গৃহ বন্ধি পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বুধবার বিকেলে ডাসার থানার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পরিবারের মধ্যে ১০কেজি চাউল,১কেজি মুশুরির ডাউল,১কেজি লবন,১লিটার সয়াবিন তৈল ও ১টি সাবান প্রদান করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ও জনসমাগম না করে খাদ্য সামগ্রি প্রদান করেন শহিদুল ইসলাম নান্নু, বজলুর রহমান মাতুব্বর। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্রের পরিবার।
উল্লেখ্য মালোয়শিয়া প্রবাসী হাবিবুব রহমান মাতুব্ব ধ্বজী গ্রামের মৃত আনিচুর রহমান মাতুব্বরের ছেলে।
Leave a Reply