স্বল্প আয়ের মানুষের ঘরে শ্রীপুরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ছাত্রলীগ নেতা
মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেঃ
মরণঘাতী করোনার প্রভাবে ঘর বন্দী নিম্ম আয়ের মানুষ। আর এসব ঘর বন্দী নিম্ম আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
(২ এপ্রিল বৃহস্পতিবার) সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামে দুই শতাধিক রিকশাচালক, দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, করোন সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর তাদের কষ্ট লাগবে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি আরোও জানান, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা ছাত্রলীগের একাধিক সদস্য এসময় সহযোগিতা করেন।
Leave a Reply