করোনা আতঙ্কে লকডাউনের আওতায় ত্রান না পেয়ে খালি হাতে ফিরলেন অসহায় ভিক্ষুক
(ভিডও)
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা আতঙ্কে সাভারের ভিক্ষুকরা অর্ধহারে অনহারে দিনপাত অতিবাহিত করছেন বলে জানা গেল। তারা বিভিন্ন জায়গায় ত্রানের জন্য ঘুরাঘুরি করলেও পরিচিত মানুষ ও তালিকা ছাড়া কেউ ত্রান অনুদানের জন্য এগিয়ে আসছে না।
সংবাদকর্মী শেখ এ কে আজাদের সাথে শুক্রবার বেলা ১১ টায় সরাসরি কথা হলো এক ভিক্ষুক আয়তনের সাথে তিনি বলেন রেডিও কলোনি বাসষ্টান্ডে একটি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য দিবে জেনে শুক্রবার সকাল থেকে অপেক্ষা করছিলেন ভিক্ষুকটি।
৩ এপ্রিল শুক্রবার সকালে সাভার পৌর রেডিও কলোনি এলাকায় আল মুসলিম গ্রুপ নামের একটি কারখানার কর্তৃপক্ষ নামের তালিকা অনুযায়ী স্থানীয় কিছু মানুষকে অনুদান দিলেও এই পথচারী ভিক্ষুক ১ থেকে ৩বার গিয়ে ত্রান না দিয়ে খালি হাতে ফেরত দিয়েছেন তাকে।
এমন অসহায় মানুষগুলোর জন্য ত্রান বিতরণ করে সমাজের বিত্তবানরা কিন্তু করোনার আতঙ্কে সরকার লকডাউনের ৮ ম দিনেও মিলল না তার ত্রান।
তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ফুলবাড়িয়া বসবাস করে এখন পৃথিবীতে তার কেউ নেই তিনি একা থাকেন বাসায়। তিনি চিনেন না সমাজের কোন বিত্তবান ও জনপ্রতিনিধিদের।
সাংবাদিকের সাথে কথা বললে এসব গরীব অসহায় ভিক্ষুকের নিকট ত্রান সামগ্রী নিয়ে বিত্তবানদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।
তার এলাকা ঘুরে কোন বাড়িতে গিয়ে ভিক্ষা না পেয়ে আজ অসহায় হলে তাকে তেঁতুল ঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিকট অনুদান আনার জন্য অনুরোধ করেন।
Leave a Reply