সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর গবেষণা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত ধানমন্ডির ৩২ নং বাড়ির সামনে বিজয় র্যালী পরবর্তি এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে কল্পনা করতে হলে বঙ্গবন্ধুকে অবশ্যই ধারণ করতে হবে। যে দলই যে করুক না কেন, বাংলাদেশের উন্নতি চাইতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে।
স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা এখনও বসে নেই দাবি করে তিনি বলেন, এখনও বাংলাদেশের প্রতিটি উন্নয়নে বাধা দিতে চায় স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা। যাদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয় বিশেষ করে দুর্নীতিবাজরা দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করে তারা দেশদ্রোহী এবং রাজাকারদের ভূমিকা পালন করছে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, আজ মহান বিজয় দিবসে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে এবং দেশের উন্নয়নে সবাই সমান অংশীদার হতে হবে।
সূত্র-অনলাইন
Leave a Reply